নরম বসন্তের পরে আসে তীব্র দহনের বৈশাখ,
পাঁপড়ি ও শিশিরে ভেজা মাটি ফাটে আড়াআড়ি-
গাছের শুষ্ক শাখে শুকায় বল্কল ও শাখামৃগ; বক্ষে
তরঙ্গ ওঠে, স্বেদ-সিক্ত স্তন ঢাকে টুকরো শাড়ী।


           বুকের ভিতরে জাগে বৃহন্নলা
                অসহ্য ভঙ্গীতে দেয়
                   রূঢ় করতালি।



শালের জঙ্গলে হু হু ছোটে পাগল বাতাস, কামহীন
প্রেমহীন বিক্ষুব্ধ নিশ্বাস যেন, নাক দিয়ে নেমে যায়
নীচে, আরো নীচে, মরা চামড়ার উজ্জ্বল আসনে -
নির্লিপ্ত ঋষির মত রতিহীন কামনা ব'সে স্থির হয়।
            
            বৈশাখের রাতে ঘোরে প্রেত,
                জিঘাংসায় দলে ফুল,
                   মরে যায় মালি।
                       ---#---
১২/১/২৪