নিদারুণ শীতে মানব জ্বালায় আগুন হিমের রাতে
একটু উষ্ণ হ'তে, মরা পাতা, ডাল বা অঙ্গার দহন;
দুই হাত স্যাঁকে, মুখ বাড়ায় আগুনের শিখার দিকে -
অসাবধানে পুড়ে যায় নিজ ঘর, সব সঞ্চয় ও বসন।


              ধোঁয়া ওঠে নাভিকুন্ড থেকে;
                    অস্থিমজ্জা কালো,
                      মনে দাবানল।


জীবনের সঞ্চিত সব তাপ বিকিরিত হয় শীতের রাতে
গরম পোশাকের ভিতর, নরম বিছানায় বা ফুটপাথে;
তখনও দহন-জ্বালা মানুষের বুকে, নিশ্বাসে পোড়া ছাই,
নিজের পুড়ে যাওয়া মন দ্যাখে, নিয়ে ঝলসানো হাতে।


                গরলে পূর্ণ নিজ চারদিক,
                    প্রিয়তম মন নীল,
                       তীব্র হলাহল।
                          ---•---
১২/১/২৪