হটাৎ করেই ছোট্ট ফুলকি, দাবানলের রূপ নিয়ে নেয়--
হাসতে হাসতে ছোট্ট কথাই হটাৎ বিষম বড় গোল বাঁধায়!
তার আগে যদিও বা লক্ষ কথার, মাদকতার মুহূর্তরা হেঁটে
গেছে সার বেঁধে, হটাৎ করেই হারায় তারা অবহেলায়।


             দাবানলের আগুন লাগলে মনের বনে,
                   পুড়তে পুড়তে ভিতর টুকু,
                   শেষে খানিক কাঠকয়লা।


ফুলকি... সে তো কেউ ফেলেনা, পাগল প্রেমের বিষম
হাওয়ায় সরস ডালের কাছাকাছি থাকাই কারন; আনন্দ
আর হাসির তোড়ে গায়ে গায়ে মাখামাখিই কাল হয়ে যায় --
হটাৎ যেই প্রবল আগুন, সমস্ত মন কাঁচা-মাংস-পোড়া গন্ধ।


            শাখায় এবং ফুলে পাতায় অন্তমুলে,
                  বিষম দহন, আগুন শিখা
                    শুদ্ধ করে মন-ময়লা।
                         -----#-----


২৩/১/২৪