এমনই গেয়ে যেয়ো গান,
এমনই ধ'রে রেখো প্রাণ -
              প্রাণের মাঝে;
এইভাবে হাসি কোলাহল,
ঢেকে দিক সব হলাহল -
               মধুর সাঁঝে।


এইভাবে গল্প ও কথা,
মুছে দিক মনের ব্যাথা-
            গোধূলি বেলায়;
এইভাবে আকাশের গায়,
ভালোবাসা থাক নীরবতায়-
            হাসি ও খেলায়।


এইভাবে কেটে যাক দিন,
সাদা কালো, অথবা রঙিন-
          যেনো বাঁশি বাজে;
এইভাবে কবিতা ফুটুক,
গাঢ় লাল রঙা সূর্য্য উঠুক-
           তোমাদের মাঝে।


প্রিয় কবি থাক পাশে পাশে,
তোমার নয়নে ও বাহুপাশে-
             নিত্য অবসরে;
তার কবিতার যত খাতা,
সব শেষ হয়ে যাক পাতা-
             তোমার উপরে।


আমি চাই পাহাড়ে হারাই,
অথবা চুপ করে মরে যাই-
            কথা শেষ হলে;
সব ঘাটে ঘোরা হলে শেষে,
মোর নীল প্রাণ অবশেষে-
            একা একা চলে।


সেই জীবনের শেষে এসে,
যেথা সব সুখ দুখ এসে মেশে-
               তোর্সার জলে;
সেই খোলা রাজ বাড়ী মাঠে
এক আধক্ষ্যাপা বুড়ো হাঁটে-
              অস্ফুটে কথা বলে;


সেই বুড়োটার হাত দুই খানি,
কবে পরম আদরে বুকে টানি-
                নিয়েছো শহরে,
সেই শহরের থেকে বহু দূর;
যেথা বাজে তোমার পায়ের নুপুর,
           সে এসেছিলো হটাৎ করে।।
            ------∆------
০৫/১০/২০২৩
চুঁচুড়া