একদিন যদি সত্যি তোমাকে পাই,
সেই একদিনে হাজার বছর হবে,
একটি সকাল একটি সূর্য নিয়েই
মধ্য গগনে আনন্দগান গা'বে;


একদিন যদি সত্যি তোমাকে পাই,
দূর হতে কাছে, হয়ত দু'বাহু মাঝে-
সেই একটি দুপুরে কাঠফাটা রোদ্দুরে
ঘেমে-স্নান আমি, তবুও পূরবী বাজে।


একটি বিকেল যদি আসে একদিন,
কনে-দেখা মেঘ, রাঙা গোধূলির আলো,
দুহাতে জড়ায়ে টেনে নিয়ে আরো কাছে
বলবো সেদিন, তোমাকে বেসেছি ভালো।


সেই রাঙা মুখ যদি কালো হয় সন্ধ্যায়,
আকাশ যদি জোনাকিতে যায় ভরে--
তখন আবছা জগৎ, কেউ নেই দেখবার,
তোমার অধর নেবো আমি চুরি করে।


তারপরে রাত আরো গভীর হবে,
আলেয়া ছুটবে প্রান্তরে প্রান্তরে;
তখন অস্থির তনু ঘন ঘন নিঃশ্বাসে-
বাজবে বাঁশি দেহ-মন-অন্তরে।


একদিন যদি সত্যি তোমাকে পাই--
কালো অঙ্গার জ্বলে পুড়ে হবে ছাই।।
            ----◆----
বর্ধমান, ১৪/০৩/২০২২