এক আকাশ ঘৃণা ঝড়ের সাথে
ধুলো হয়ে উড়ে এসে--
লেগেছে কি গায়ে? পড়েছে কি পায়ে?
উড়িয়ে দ্বিধা বসন্ত বাতাসে?


এক আকাশ ঘৃণা এক ফোঁটা, দুই ফোঁটা,
পড়ে গেছে ঝরে স্বর্গ-মর্ত্য ভুলে;
মাঝখানে নদী, খেয়া বাঁধা আছে ঘাটে,
আমরা দুজনে বসে আছি দুই কূলে।
          ---:-------:------:---


কালনা ;
৩০/০৩/২০১৬