বারোটা মাস শুধুই লড়াই,
          বাঁচার জন্য যুদ্ধ,
এ ক'টা দিন তোমায় দেখে
       মা, হৃদয় হোক শুদ্ধ।
সারা বছর অসুখ-সুখের
           নানা রকম কথা,
প্রেম, অ-প্রেম, হিংসা, লোভ
        আর বিষন্নতার ব্যাথা।
মনের মানুষ খুঁজে পাওয়ার
           ভীষণ রকম দায়,
মন, মানুষ কিছুই তো নেই --
         ঘাটতি ভালোবাসায়।
তবুও দেখো এ ক'টা দিন
          সবাই কেমন খুশি,
কে কতটা সুখী, জানানোর
           বিষম রেষারেষি।
নতুন কাপড়, নতুন কাজল,
     পুরোনো শরীর, চোখে।
শূন্য শরীর, চাতক দৃষ্টি,
           হতাশ-রঙিন মুখে।
রুটিনে বাঁধা ছকের জীবন,
           সারা বছর ধরে --
রুটিন মেনে চলতে গিয়ে
           মনটা গেছে মরে।
অর্থ, বিলাস, বসন মাঝে
           হৃদয় মরুভূমি,
মৃত এ মন, শুকনো হৃদয় --
        জাগাও মা গো তুমি।।
        ------◆------
এক্তারপুর, হুগলি
০৬/১০/২০১১