একদিন এলোমেলো ঝড় থেমে যাবে,
রয়ে যাবে চারদিকে অসংখ্য ক্ষত—


ঝড়ে পড়া ফুল, ভেঙে পড়া ডাল,
ছিঁড়ে যাওয়া পাতা, উড়ে যাওয়া চাল;
ভাঙা জানলার কাচ, টুকরো জীবন,
মনে দগদগে দাগ, দগ্ধ দিন যাপন;


ঝড় থেমে যাবে একদিন ঠিক,
ঝঞ্ঝার পরে আবার মৃদু বাতাস—


মুছবে না তার বুক দুরু দুরু স্মৃতি,
ভাঙা চোরা মন, আর মনের বিকৃতি;
মহাকাল থেকে বাদ হারানো সময়,
মুছে যাওয়া দিন ফিরে পাওয়া যায়?


একদিন থামবেই এলোমেলো ঝড়,
বাতাস তখন আবার দখিনা পবন—


ডাল ভাঙা গাছ শুধু একদিকে কাত,
ফ্যাকাসে হয়ে যাবে ছেড়ে যাওয়া হাত;
তার ক্ষত বয়ে যাবে ভেঙে যাওয়া মন,
শেষকালে শেষ হবে এ মানব-জীবন।


একদিন ঠিক এই ঝড় থেমে যাবে—
জীবনের আগে জানি ঝড় শেষ হবে।।
       ----০----
চুঁচুড়া, ২৬/০৯/২০১৯