"ভ্রূ-পল্লবে ডাক দিলে, দেখা হবে চন্দনের বনে,"
অথবা জনসমুদ্রে, রাস্তার চারমাথার মোড়ে,
বসন্তের লাল কৃষ্ণচূড়া বা শিমুলের ছায়ায়, অথবা--
কালিম্পঙে, রাস্তার বাঁক পেরিয়ে স্নিগ্ধ কোনো ঘরে।


শুধু দেখা হবে দুজনায়, চার-চোখে, আর কিছু নয়--
সমস্ত বন, রাস্তার মোড়, অথবা ঘর তখন চন্দনগন্ধময়।।
                  ~~~~~●~~~~~