যদি প্রেম দিলে প্রাণে,
যদি নজর দিলে দেখবার
তবে অবকাশ দিলে না কেন প্রভু,
মন ঢেলে ভালোবাসবার?


যদি প্রেম দিলে প্রাণে,
যদি কন্ঠ দিলে গাইবার,
তবে মানুষ দিলে না কেন প্রভু--
মন দিয়ে গান শোনবার?


যদি প্রেম দিলে প্রাণে,
যদি কাব্য দিলে এত,
তেমন মন দিলে না কেন প্রভু--
যে মোরে বাঁধবে অবিরত?


যদি প্রেম দিলে প্রাণে,
যদি দুঃখ দিলে অবিরত
হৃদয় কেন দিলে না কঠিন করে
মনের ভুলে মনে হতো না ক্ষত।।
      ~~~~~●~~~~~