এখনো আমি তোকে খুঁজি জানিস?
বাসে, ট্রেনে, কখনও ছাদের কোনে,
এখনও আমি তোকেই দেখতে চাই,
মেটেনা যে আশ, পুড়ে মরি মনে মনে।
এখনো আমার দেহ থেকে লতা গুল্ম,
কেউ উঠে যায়, কেউ আসে নীচে নেমে,
এখনো নদীরা ছুড়ে দেয় জলকণা,
তপ্ত হৃদয় , রোদে ঘুরে ঘুরে ঘামে।
তুইও সেদিন একটি নদীই ছিলিস,
তোরও মধ্যে ছিলো কাদা,মাছ, জল;
আমার গুল্ম তোর থেকে জল পেত,
জল ছাড়া আমি বাঁচব কিকরে বল?
এখনও বুনো ঝোপ নড়ে চড়ে ওঠে বুকে
মাঝে মাঝে সাপ ফণা তোলে অকারণে,
কচুরিপানা ঢাকা দিয়ে রাখে দুঃখ,
মাঝরাতে বাজে বেসুরো সানাই মনে।
           ~~~~~●~~~~~
চুঁচুড়া
১৪/১১/২০২২