অনেকদিন পরে গ্রামের বাড়িতে গেলাম,
আমার ছোটবেলার, বড় হয়ে উঠতে থাকার বেলার,
বড় হয়ে ওঠার স্বপ্ন নিয়ে ছুটতে থাকা কিশোর বেলার
অনেক অনেক ছুটে বেড়ানো, খেলে বেড়ানো
বিকেল বেলার স্মৃতি বুকে জড়িয়ে হাঁটছিলাম গ্রামের পথে,
পথের ধারে, জলার পাড়ে সেই তালগাছ গুলো আজও দাঁড়িয়ে,
আর তার পাতা থেকে ঝুলে আছে বাবুই বাসা গুলো;
বাবুইয়ের বাসা, ওদের সংসার, ওদের ভালোবাসা --
সন্ধ্যার আগে বাসার গায়ে ঝুলে আছে জোড়ায়,
ওদের রোজ দেখা হয়, প্রতিদিন দেখা হয়
আমি এত বড় হয়ে গেলাম, বড় হওয়ার স্বপ্ন ছুঁলাম,
তবু তোমাকে ছুঁতে পারলাম না এখনো--
এত বড় হয়েও ওই বাবুই গুলোর থেকে বড় হতে পারলাম কই?
গোটা শীত পার হয়ে গেলো, আমাদের দেখা হলো না-
বাবুই পাখি গুলোর কেমন সুন্দর রোজ দেখা হয়।
আমি কবে ওই বাবুই পাখিগুলোর মত বড় হবো?
কবে তোমার চোখের গভীরে হারিয়ে
তোমার হাতের একটা আঙ্গুল ছোঁব?