অনেক কথা ঘুরপাক খায় মনে,
যখন সবাই নিশ্চুপে বিছানায়,
যে কথা কখনও বলা হয়নি কোত্থাও,
যে কথা শোনার লোক নেই বাগিচায়।
তখন, কথার পিঠে কথারা কথা বলে,
কান ঝালাপালা নিশ্চুপ রাত্রেও,
কোন কথাটাকে আগলে রাখবো বুকে,
কোন কথাটাকে বলে দেবো "তুমি যাও";
বাছাই করতেই রাত অর্ধেক শেষ,
সব কথা গুলো হাত ধরে শুধু টানে,
যতই বলি, "আমি তোমাদেরই মত",
কোনো কথাটাই নেয় না যে তারা কানে।
আমি তো আসলে কথাদের মাঝে থাকি,
কথা দেওয়া-নেওয়া সমস্ত দিন রাত,
কথার পাহাড় জমে জমে উঁচু হয়,
কথা রাখতেই করে চলি প্রাণপাত।
আমার কথায় যদি বা বিষন্ন দিনে
আনন্দময়ী হয়ে ওঠে কোনো নারী,
প্রগল্ভ আমি সেই দিন স্বার্থক;
সেই দিন আমি আনন্দে ঘুমাতে পারি।
         ~~~~~●~~~~~
অবকাশে
১৩/১১/২০২২