কতটা পথ একা হেঁটে গেলে
একটা হাত পাওয়া যায় ধরবার?
কত রাত একা জেগে কাটালে
একটা মুখ পাওয়া যায় স্বপ্ন দেখবার?
কত গুলো গান একা একা গাইলে
একটা কণ্ঠ পাওয়া যায় সাথে?
খালি হাত কতক্ষন বাড়িয়ে রাখলে
একটা হাত পাওয়া যায় সেই হাতে?
একটা জীবনে কত কিছু ছাড়লে
নিজের করে পাওয়া যায় কিছু?
কতটা পথ একা একা হাঁটলে
আরো দুটি পা হাঁটতে থাকে পিছু পিছু?
কতদিন একা একা অলক্ষ্যে কাঁদলে
দূরে আরো কেউ কাঁদে সাথে সাথে?
কত দিন সকলের মাঝে মিথ্যে হাসলে
মন খুলে সত্যি হাসির সাথী মেলে সাথে?
কত লক্ষ কোটি জোড়া চোখের লক্ষ্য পেরিয়ে
চোখে চোখ রেখে হারাবার দুটি চোখ জোটে?
কত গুলি নির্জন গ্রীষ্মের দুপুর পেরিয়ে এলে
একটি বুকে মাথা রেখে প্রেমের কুসুম ফোটে!
কতদিন অ-প্রেমের অভ্যাসের দিনযাপন করলে
শীতের সন্ধ্যা ভরে শিউলির মত প্রেমের সুবাসে?
কতদিন শরীরকে অহল্যার মত নিথর করে রাখলে
কোনো রাঘবের ছোঁয়ায় শরীরে প্রাণ ফিরে আসে?
কত পথ একা হেঁটে এলে ওগো প্রিয়---
তোমার আঙুলে আঙুল ছোঁয়ানো যায়?
কত পথ একা একা পাড়ি দিলে সখি
তোমাকে নিভৃতে আপন করা যায়!
             -----•-----
চুঁচুড়া
৭/৮/২৩