কেনো যে ভাষার সৃষ্টি হলো, মাঝে মাঝে ভুলে যাই -
কথা, গল্প, কবিতা, গান --- সবই তো প্রয়োজনে !
প্রয়োজনে মানুষে কথা বলে, ফুরালে থেমে যায় ;
মনের প্রয়োজনে গল্প -গান শোনায় প্রিয়জনে।


যে কথায় একদিন নক্ষত্রের দ্যুতি ফুটে উঠত
ওই ঠোঁটের কোনায়, সে কথা আজ নিষ্প্রয়োজন;
অসহ্য বাগ্মীতা মনে হয় তাই আজ ; অতীতের
ছেঁড়া গোলাপের কাঁটা আজ বেঁধে তীরের মতন।


সবই তো শেষ হয়ে যায়, কথাও ফুরায় একদিন;
অন্ত্যেষ্টি না হওয়া শবের পাঁজর উন্মুক্ত হয়ে পড়ে,
কাক, চিল, শকুনেরাও উড়ে যায় আকাশে কোথাও --
মানুষ ফুরিয়ে গেলে মনে, জ্যান্ত লাশ পথে ঘোরে।।
             ---:-------:------:---
কালনা ; ২৪/১০/২০১৫