বুকের মাঝে, মাঝে মাঝে,
কেমন একটা ব্যাথা বাজে,
কেমন যেন অন্ধকারের ডাক,


চাপা আঁধার চেপে ধরে,
চেপে ধরে দম বন্ধ করে,
গভীর রাতে যেন নিশির ডাক।


হটাৎ যেন কে ডেকে নেয়,
নদীর পাড়ে, শেষ খেয়ায়,
চোখে আমার নিশিপদ্মের ঘোর।


পাগল মনের খেয়াল সবে
নদীর পাড়েই ছড়িয়ে রবে
রাতের শেষে আসবে নতুন ভোর।


সেই সকালে নতুন আলোয়
পাল্টে যাবো মন্দ-ভালোয়,
হয়ত কথা বলবো হিসাব করে।


হয়ত দেখে পা ফেলবো,
হিসেব করে ডানা মেলবো,
বে-খেয়াল সব রইবে পিছে পড়ে।।
         ~~~~●~~~~
১১/১২/২০২২