কাজের মাঝে ছিলাম ডুবে, হয়নি জানা-শোনা,
কাজের শেষে তাকিয়ে দেখি, হাজার সে আল্পনা
এঁকে গেছিস আমার চোখে, আমার মনে। অপূর্ব
সে কাজ, অপরূপ সে সাজে সেজে আমার মন
আজ সারাদিনের কাজে তোকে খোঁজে অনুক্ষণ।


দিবস-রজনী পাগল করা সাজে দু-চোখ আমার
স্বপ্ন দেখে নতুন করে, রোজ নতুন ভোরে—
আয় না আবার, দুজন মিলে ডুবি আবার কাজে—
এবার তোকে সাজাবো আমি আমার মত সাজে;
দুহাত ভরে সাজাবো তোকে, এ মন ভরে রাঙাবো;
রাঙিয়ে তোকে আবীর করে উড়িয়ে দেব আকাশে।।
                         ---০---


কালনা, ১১/০৭/২০১৩