পার হয়ে গেছে অগণিত দিনরাত;
আমরা দু'জন ছুটেছি, রেখেছি পণ,
হাতে হাত, পায়ে পায়ে রেখে মিল--
জীবনের তরে ব্যস্ত দিন যাপন।


যদি বেঁচে থাকি আরও অনেক দিন--
শেষ দিন গুলো জানি ভারী কষ্টের;
কোন পাতাই থাকেনা চির-সবুজ,
তাই হাতে সময় যে নেই নষ্টের।


তখন কিবা বসন্ত কিবা হেমন্ত,শীত-
দেহে ব্যাধি আর জরা ভর করে,
তাই যত দিন, যত রাত পাই এসো --
মোরা ভালোবেসে নিই মন ভরে।।
             ----●-----
চুঁচুড়া
১৭/৮/২০২২