উত্তাল সাগর-ঢেউয়ের মাথায় চড়ে,
           ঐ আকাশ ছুঁতে ইচ্ছা করে,
       ওরে পাগলী, তোর হাতটি ধরে।


চাঁদের পাহাড় ডিঙিয়ে দু'জন মিলে
      ঐ মহাশূন্যে ভাসতে ইচ্ছা করে,
       ওরে পাগলী, তোর হাতটি ধরে।


পাহাড় চূড়ায় টাঙিয়ে নিয়ে তাঁবু,
     নির্জনতায় হারাতে ইচ্ছা করে,
       ওরে পাগলী, তোর হাতটি ধরে।


গহন বনের আঁধার গায়ে মেখে,
      বনলতায় দুলতে ইচ্ছা করে,
       ওরে পাগলী, তোর হাতটি ধরে।


হেমন্তের কুয়াশা ভেজা ভোরে,
ওরে পাগলী, তোকে দু'হাত ভরে
       খুব ভালোবাসতে ইচ্ছা করে।


গভীর রাতে দাঁড়িয়ে দু'জন ছাদে,
   চাঁদের আলোয় ভিজতে ইচ্ছা করে,
     ওরে পাগলী, তোকে জড়িয়ে ধরে।


বসন্তের এই পাগল করা হাওয়ায়,
    তোর রক্ত-রাঙা অধর মুখে নিয়ে--
       তোকে নষ্ট করতে ইচ্ছা করে।


তোর সাথেই নিজেও নষ্ট হয়ে,
    আগুন জ্বেলে তোর হাতটি ধরে--
    ওরে পাগলী, পুড়তে ইচ্ছা করে।।
         ~~~~~●~~~~~


অফিস
২৭/০২/২০১৩