একদিন যদি আবার ফিরতে পারি,
শুরুর আগে শূন্য যেখানে ছিলো,
এক থেকে নয়, শিখবো নতুন করে--
শুরু থেকে মোরা আবার বাসবো ভালো।


আমের বোলের গন্ধে আবার নেশা--
যদি নেমে আসে লাখো প্রেমিকের মনে,
বসন্তের দিনে পলাশ-রাঙা আকাশ,
তাই কি আবার আমাকে পিছনে টানে!


ধুলোর ঘূর্ণি ঘুরে ঘুরে শুধু ছোটে,
চৈত্র-দুপুরে ধুলো ঢাকা মেঠো পথে;
আমের বাগানে মাচায় ঢোলে মালী --
গাছের ছায়ায় যুগলে বসেছে সাথে।


হু হু করে আসে শেষ চৈত্রের তাপ,
আমরাও চলো সেঁকে নিই যৌবন,
ওই পথে দেখো আমার পায়ের ছাপ
ম্লান হয়ে গেছে, তবুও ভোলেনি মন।


একদিন যদি আবার ফিরতে পারি,
শুরুর আগে শূন্য যেখানে ছিলো;
শেষ-বিকেলের পলাশ-রাঙা আকাশ,
তাই কি আবার আমাকেই ডাক দিলো?
               -----◆-----
১৫/০৩/২০২২,
বর্ধমান