হাসছো কেন অমন করে?
হরিণ চোখের দৃষ্টি হেনে,
হাঁসি নয় সে, মহুয়া নেশা,
যে দেখে, শুধু সেই জানে।


মরমে মন মরছে শুধু,
দিনে অথবা গভীর রাতে
পুড়িয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে
আবীর করে আপন হাতে।


বাড়িয়ে হাত তোমার পানে
যাচ্ছি, তবু পাচ্ছি কোথায়?
ভিড়ের মাঝে আটকে থাকি,
ভিড়ের মাঝেই পথ যে হারায়।


তাকিয়ে থাকি তোমার পানে,
তাকিয়ে থাকি নীল আকাশে---
বুকের ভিতর মুচড়ে ওঠে,
পেয়ে হারাবার হা-হুতাশে।


ভাঙা মনে ফিরতে থাকি,
আমার আলয়, আমার ঘরে,
মাথার উপর ছাদ যে সেথায়,
ছাদেই আকাশ ঢাকা পড়ে।


আমার মানুষ, আমার প্রিয়,
আমার যত আপন-জন,
ঘরেই তারা আমায় ঘিরে
চলছে-ফিরছে অনুক্ষণ।


ঘরের মাঝে হাজার সে কাজ,
সকাল থেকে সন্ধ্যাবেলা,
তারই মাঝে দুঃসহ টান,
হৃদয় নিয়ে করছি খেলা।


প্রেমের পরশ হটাৎ করে--
যদি বা আসে প্রানের মাঝে,
সবকিছু কি অমন করে
হৃদয় মাঝে বাঁধতে আছে?


আছে আছে, বুঝবে তারাই,
যারা হতাৎ করে প্রেমে পড়ে,
প্রেমেই বাধা সারা জগৎ
প্রেমের টানেই জগৎ ঘোরে।


হাসি আমার, কান্না আমার,
আমার যত আনন্দ গান--
আমার চোখের তারায় রবে,
তোমার উপর মান-অভিমান।।
            -----◆-----
অফিস
১০/১১/২০২২