সকাল থেকে মনটা কেমন করে,
বাগানের ওই গাছের পাতা সকল,
বসন্তের এই হাওয়ায় শুধু নড়ে--
মনের মধ্যে ঝড় ওঠে যে কেবল।


ঘরের মাঝে শতেক কাজ আমার,
তবুও দু'চোখ শুধুই তোমায় খোঁজে,
সকল ছেড়ে আজকে আমি তোমার,
ফুলের গন্ধে পাগল করা সাঁঝে।


আজকে হাওয়া বইছে এলোমেলো,
মনকে যেন উড়িয়ে নিয়ে যায়,
এখন কিছু লাগছে না যে ভালো,
এ মন যেন শুধুই তোমায় চায়।


অনেক চাওয়া, অনেক পাওয়ার মাঝে,
আজকে তোমায় নিজের করে পাবো;
পুড়বে এ মন ভালোবাসার ঝাঁঝে,
সমস্ত রাত তোমাতে হারিয়ে যাবো।


তোমার ঘরে আজ তুমি নও একা,
তাকিয়ে দেখো, তোমার সাথী আছে;
আজকে মোদের ফুলের শয়ন পাতা,
ইশারাতে ডাকছে মোদের কাছে।


এ রাত যেন হয়না কভু শেষ --
অনন্ত ক্ষণ রইবো বাহুপাশে,
বক্ষ 'পরে লুটিয়ে দেব কেশ,
ভরিয়ে দেবো কপোল ভালোবেসে।


যৌবনের যতেক লজ্জ্বা থাকে,
অধরে মোর রাঙা হয়ে আছে,
জড়িয়ে মোরে দহন করো তাকে,
মুক্ত করো, আমায় তোমার কাছে।


ভোরের আগে ঘুমাও যদি তুমি,
তোমার বুকে থাকব আমি জেগে,
সকাল হলে জাগবে যখন তুমি,
আমায় তুমি দেখবে সবার আগে।।
      ~~~~~●~~~~~