ধরো এমনই এক গভীর স্তব্ধ রাতে,
তোমার-আমার যদি হয়ে যায় দেখা;
পাহাড়ের কোলে অথবা সাগর পাড়ে,
তখন তোমার সঙ্গে অন্য কেউ--
আমিও হয়ত কারো হাত ধরে রব।
হয়ত তোমার বাঁকা চাহনিতে আমি
ইঙ্গিতে দেব অস্ফুট উত্তর;
তখন তুমি এক দাবানল আগুন-
ছাই দিয়ে চেপে রেখেছো বুকের মাঝে।
তারই ফুলকি ছিটকে আসবে ছুটে--
পুড়াবে আমায়, পুড়বো ভীষন ভাবে।
তখন তোমার বুকে আঁকা হবে ছবি,
সে ছবি শুধুই আমার, একা একা দেখবার;
তখনও কবিতা লিখবে এই পোড়ামুখো কবি
পোড়া ছাই মেখে, আঁধারে মিশে আবার ।।
              ~~~~~◆~~~~~
নিস্তব্ধ রাতে
১৩/১১/২২