এই স্তব্ধ রাতে আমার মধ্যে প্রাণ আসে,
খোলা আকাশের থেকে আসে প্রাণবায়ু -
আমি বেঁচে উঠি সারাদিনের মৃত্যুপথযাত্রা থেকে,
অপরূপার বুকে খেলে বেড়াতে চাই পতঙ্গের মত


শুশ্রুষা ছাড়া একা বেঁচে ওঠা যায়?
টুকরো মেঘের কয়েক ফোঁটা বৃষ্টি চাই --
সোঁদা গন্ধ চাই, তবেই তো ফুল ফোটে,
পতঙ্গ খেলা করে অপরূপার শিয়রে।


মধ্যরাতের অবহেলিত চন্দ্র বিকিরিত
করে ঋণের জ্যোৎস্না, নির্বাসিত কয়েদির মত,
টুকরো মেঘের খোঁজে, দুফোঁটা বৃষ্টির সন্ধানে
আমি হারিয়ে যাই গভীর রাতের স্তব্ধতায়।


অপরূপা ঘুমিয়ে পড়ে শরৎ, বসন্ত বা হিমের রাতে;
রাতের ফুলের ঘ্রাণ ভালোবাসে ঘাসের শিশিরে,
চাঁদ নিভে যায় শেষ করে সবটুকু সঞ্চয় --
টুকরো ছেঁড়া মেঘ মিশে যায় অনন্ত আকাশে ।।
                  -----◆-----
১৬/০৮/২০১৬
কালনা