এই কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়
খোলা আকাশের নীচে মন খারাপের
রাত আমার। মন ভারী হয়ে যায়।
এই প্রবল ঝড় কেনো নেমে আসে
যুগে যুগে -- বারে বারে ?
মনে হয় অন্তরীক্ষ থেকে কোনো
অতৃপ্ত প্রেতাত্মা প্রবল আক্রোশে জগৎ
এলোমেলো করে কিছু খুঁজে বেড়ায় --
খুঁজে পায় ?  হয়ত পায়,
হয়ত পায় না, অথবা পেয়েও হারায়;
তাই অনাদিকাল থেকে বারে বারে
ঘুরে ঘুরে আসে, সেই তীব্র পিপাসায়;
নিষ্ফল আক্রোশে, ব্যর্থ জিঘাংসায়।


আমিও সেই কত সহস্র বছর ধরে
ঐ ঝড়ের মত কিছু যেন খুঁজে বেড়াচ্ছি
জন্ম থেকে জন্মান্তরে --
হাজার হাজার মানবের অন্তরে।
মনে অপরিমিত হুতাশ্বাস,
চোখে জ্বলে উঠছে বজ্রের মত মর্মভেদী রশ্মি,
আমার সমস্ত পৃথিবী এলোমেলো হচ্ছে
তপ্ত গ্রীষ্মের বায়ুর মত উষ্ণ, দ্রুত, তীব্র নিঃশ্বাসে;
সমস্ত শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম
ঝরে পড়ছে ছন্নছাড়া বৃষ্টির মত--
খুঁজে পাচ্ছি ? হয়ত পাচ্ছি ,
হয়ত পাচ্ছি না, হয়ত পেয়েও হারাচ্ছি;
আমার এ তীব্র আকাঙ্খা অন্তহীন,
আমার সারাটা জীবন কালবৈশাখী--
                            অন্তহীন কালবৈশাখী।।


১৬/০৫/২০১৬
কালনা