তোমার বেলাশেষের সেই দিন ----
সূর্যাস্তের  যদিও দেরী ছিলো,
তবুও তোমায় থামিয়ে দিলো বিধি,
তোমায় অনেক দেবার বাকি ছিলো।


আজকে আমার মাঝ নদীতে ডিঙি--
দাঁড় টানছি স্রোতের বিপরীতে,
পাগল হাওয়ায় এখনো তাই ভাবি--
ডিঙির হাল যদি থাকতো তোমার হাতে।


এখন, জীবন দিয়ে বুঝি জীবন-মানে;
সকল কাজে তোমার অভাব পাই,
বিহ্বলতা যখন ঘিরে ধরে--
কোথাও যেনো তোমার আদেশ পাই।


লোকান্তর, সে সত্যি যদি হয়--
পথ দেখিও পরপারের থেকে,
এখনো তোমায় দেখি স্বপন মাঝে;
ঘুম ভেঙে যায় তোমার মুখটি দেখে।
        --:--
কালনা,
২৮/০২/২০১৭