হটাৎ যদি এমন সন্ধ্যা বেলায়
তোমার সাথে আমার দেখা হয়,
শিউলি যখন ফুটতে শুরু করে,
রজনীগন্ধা অল্প সুবাস ছড়ায়;
সেই আবছা আলোয় মুখোমুখি বসে--
সরিয়ে রেখে হাজার রকম বারণ,
তাকিয়ে থাকবো অতল হরিণ-চোখে-
হারিয়ে যাওয়ার থাকবে হাজার কারন।
তখন ওই দু'চোখে অমানিশার নেশা,
যেন মহুয়ার নেশা রক্তে শিরায় মেশে;
সেই নেশার আবেশে চলৎশক্তি হীন--
জড়িয়ে থাকবো তোমায় ভালোবেসে।
বাইরে যদি হটাৎ ঝোড়ো হাওয়া,
দুলিয়ে দেয় যত লম্বা গাছের শাখা--
নীরব থাকবো, একটুও ভয় ছাড়া,
বুকের মাঝেও ঝড় যে প্রেমে মাখা।
সেই ঝড়ের শেষে সবটা শান্ত হলে,
মেঘের ফাঁকে চাঁদ যদি বা ওঠে,
জ্যোৎস্না রাতে মায়ার আলো মেখে
ফিরে যেও ঘরে, রাঙা পায়ে হেঁটে।।
          ~~~~◆~~~~


খোলা আকাশের নীচে
০৮/১১/২০২২