তোমায় আমি ভালোবেসেছিলাম,
তাই তুমি বশ করতে পারোনি আমায়;
তোমার টানা চোখ, রাঙা ঠোঁট, গোলাপী গাল--
সব নিয়েই তোমাকে ভালোবেসেছিলাম--
তাই শুধু ঠোঁটের চুম্বন দিয়ে
               বশ করতে পারোনি আমায়।


তোমায় আমি ভালোবেসেছিলাম,
তাই তুমি ভোলাতে পারোনি আমায়;
তোমার চুল, দেহ, মন, তোমার যৌবন --
সব নিয়েই তোমাকে ভালোবেসেছিলাম--
তাই শুধু যৌবনের উত্তাপ দিয়ে
                ভোলাতে পারোনি আমায়।


তোমায় আমি ভালোবেসেছিলাম,
তাই তুমি কাছে টানতে পারোনি আমায়;
তোমার বিভাজিকা, উদ্ধত স্তন, রহস্যের নাভীকুন্ড
সব নিয়েই তোমাকে ভালোবেসেছিলাম --
তাই নিরাবরণ নগ্নতার আহ্বানে
                কাছে টানতে পারোনি আমায়।


তোমায় আমি ভালোবেসেছিলাম,
তাই তুমি মুগ্ধ করতে পারোনি আমায়;
তোমার দোষ-গুন, ভালো-খারাপ
সব নিয়েই তোমাকে ভালোবেসেছিলাম --
তাই শুধু তোমার ভালো কিছুর
                গুণমুগ্ধ করতে পারোনি আমায়।


তোমায় আমি ভালোবেসেছিলাম,
তাই দূরে ঠেলে দিতে পারোনি আমায়;
সমস্ত তোমাকে, তোমার সমস্ত কিছু
নিয়েই তোমাকে ভালোবেসেছিলাম --
তাই যবে তোমার হটাৎ প্রত্যাখ্যান, সেদিনও
               দূরে ঠেলে দিতে পারোনি আমায়।।
                 ------ ● ------
অম্বিকা কালনা, বর্ধমান,
১০/০৭/২০১৩