রাজার দ্বার থেকে ফিরে চলে এলাম,
সাথে নিয়ে এলাম একরাশ মুগ্ধতা;
আর পাহাড়ের গায়ে রেখে এলাম,
এক পাহাড়, দুই পাহাড় বিষণ্ণতা।
বুড়ো বুড়ো পাইনের সার দেওয়া ঢালে
শ্যাওলা যত ফার্নের নীচে চাপা পড়ে;
মেঘের মত নেমে আসা চা-বাগানে,
ময়ূরী-ময়ূর হয়ত বা প্রেম করে।
চায়ের বাগানে কাজ করে কাঁচা মেয়ে,
নরম হাতে নবীন চা-পাতা তোলে,
তেমনই দুইটি নবীন তরুণ আঁখি,
কত দূর থেকে হৃদয়ে যে সুর তোলে।
রাজার বাড়ীতে দেখা হলো তার সাথে,
রাজ-নন্দিনী অথবা রানীর বেশে--
চোখ দুটি যেন গভীর অতল দীঘি,
দু'চোখে দু'চোখ মিলে গেলো অবশেষে।
             -----◆-----
ফেরার পথে
০৭/১১/২০২২