যদি পারতাম, ওই কপালে অধর ছুঁয়ে দিতাম;
ওই চোখের পাতায় আনতাম হেমন্তের শিশির।
ওই দুই কপোল রাঙিয়ে দিতাম দারুন লজ্জ্বায়,
দুহাতে বুকে টেনে দিতাম অমিত প্রেম সুনিবিড়।


যদি পারতাম, দিঘীর মত চোখে পদ্ম ফোটাতাম,
ওই গলায়, ঘাড়ে ভুল করে বসত রঙিন প্রজাপতি;
অমাবস্যার অন্ধকারে ঝাঁপিয়ে পড়ে তোর উপর --
একটা একটা করে জ্বালাতাম প্রদীপ, সাঁঝবাতি।


যদি পারতাম, ওই চুল এলোমেলো করে দিতাম,
অন্তর ভরে পান করতাম অধরের নীল-লাল বিষ;
খোলা পিঠে আঁকতাম ছবি, অথবা সামান্য আল্পনা,
দুহাতে জড়িয়ে, সারা দেহে দিতাম স্নেহের আশীষ।


যদি পারতাম, জ্বলে থাকা আগুনে দিতাম হলাহল,
ঠোঁটের কোণে জমে থাকা মধু করে দিতাম সাবার।
আমি ওই বুকের মাঝে মুখ গুঁজে হারাতাম নিশ্বাস --
শেষে, সমস্ত অমৃত পান করে বেঁচে উঠতাম আবার।।
                  ~~~~~●~~~~~
নিকষ অন্ধকারে
১৯/১১/২০২২