উপরের এই ঝুল-বারান্দায় দাঁড়িয়ে দেখছি,
তাকিয়ে দেখছি-- দূরে -- ঝাউ বনের শেষ প্রান্তে
ঝড় উঠেছে ডালে ডালে, পাতায় পাতায় --
ঝড় উঠেছে শাখায় শাখায় -- অন্তমূলে;
হটাৎ করেই উঠলো ঝড়, শেষ বিকেলে।


বনের পরে আরো দূরে যত দূরে দৃষ্টি চলে --
ফেনিল সাগর ফুঁসছে দেখি -- অজস্র জিভ --
অজস্র লোভ -- উঠছে নামছে আছড়ে পড়ে
ভাঙছে নিজেই প্রবল জোরে কি আক্রোশে -
ঝড় উঠেছে সাগর মাঝে শেষ বিকেলে।


উপরে তাকাই, শেষ আকাশে সূর্য্য ঢলার অনেক
আগেই, মেঘ জমেছে - ঘন সে মেঘ - পাকে পাকে
মোচড় খেয়ে তৈরী হচ্ছে ঝড়ের আগে ---
ফুঁসছে যেন কি আফসোসে --- জমাট কালো ঘন
মেঘে সূর্য্য ঢেকে ঝড় উঠেছে শেষ বিকেলে।


সামনে পড়ে সারা দিনের তপ্ত বেলায় উড়ছে বালু,
এলোমেলো -- এদিক ওদিক -- বন্ধ করো দু'চোখ
তোমার, পড়বে বালি দুচোখ মাঝে। বন্ধ চোখের
অন্ধ দৃষ্টি ঘিরবে তোমায় -- টানবে তোমায় ঝড়ের সাথে।
বাঁধা মনে, বন্ধ চোখে ঝড় উঠেছে শেষ বিকেলে।


হটাৎ করেই আকাশ কালো, শেষ বিকেলের
আবছা আলো -- সেও যেন মিলিয়ে যাচ্ছে ঝড়ের বেগে
আসছে নবীন অন্ধকারের নতুন সাঁঝ পাগল ঝড়ে।
এলোমেলো চুল গুলো সব চোখের উপর, বুকের উপর
ছড়িয়ে পড়ে, ঝোড়ো হাওয়ায় শেষ বিকেলে।


ঝড়ের হাওয়ায় ছোট্ট ফুলকি -- আগুন এখন
দাবানলের; পুড়ছে পাতা, পুড়ছে কুঁড়ি, পুড়ছে শিকড়,
ফুল পুড়ছে বিষম জ্বালায় বনের মাঝে -- মনের মাঝে
বাড়ছে আগুন, বাড়ছে হাওয়া, বন পুড়ে খাক --
মন পুড়ে ছাই, ভাসছে ঐ সাগর জলে, শেষ বিকেলে।


সমস্ত দিন গুমরে গুমরে, একটুও না বাতাস দিয়ে,
একটুও না ঘাম শুকিয়ে -- নিথর থেকে, কঠিন থেকে
এখন আমায় পুড়িয়ে দিলে দাবানলে -- ভস্ম করে
উড়িয়ে দিলে হটাৎ ঝড়ে ! ভাঙল আগল, ভাঙলো দুয়ার,
ছিঁড়ল শেকল বন্ধ ঘরের -- হটাৎ ঝড়ে শেষ বিকেলে।


খুললো দুয়ার -- দীর্ঘ দিনের বন্ধ দুয়ার, দমকা
হাওয়ায় অনেক দিনের সাজানো ঘর এলোমেলো
লন্ডভন্ড হচ্ছে দেখি আজ বিকেলে। ঘরে আমার
পাগল করা ঝড় এসেছে, গুছিয়ে রাখা মনটা আমার
ছড়িয়ে দিতে চতুর্দিকে, হটাৎ করে শেষ বিকেলে।


হু হু করে আসছে বাতাস, জীবন মরন ভাসিয়ে
দেওয়া মাতাল হাওয়ায় ভাসছে হৃদয়, শুকনো এ মন
উড়ছে কোথায়, মহাশূন্যে না আকাশ সীমায় -- ঝড়ের
সাথে পাখনা মেলে -- প্রলয় নাচন নাচছে যেন
নটরাজের দু'হাত ধরে; আজকে হটাৎ শেষ বিকেলে।


যা তবে যা, মনটা আমার ঝড়ের সাথে বাউল হয়ে,
একতারাটা ধরিয়ে দিলাম তোর দু'হাতে -- বাজিয়ে
তাকে ঝড়ের ছন্দে তাল মিলিয়ে পুড়িয়ে নে রে, জুড়িয়ে
নে রে আজ নিজেকে। মন উড়ে যায় আজকে আমার
পাগল করা হটাৎ ঝড়ে, দিনান্তে এই শেষ বিকেলে।।
                        -----●-----
কালনা, ০৮/০৬/২০১৩