দেখা হ'লো সেই সরু নদীটির তীরে,
দেখা হ'লো সেই মায়া ভরা জ্যোৎস্নায়,
দেখা হ'লো, আর চার চোখে হ'লো মিল--
আর মিল তো ছিলোই দুজনের ভাবনায়।


দেখা হ'লো সেই মাটির ঘরের কাছে,
দেখা হ'লো এক ঝিম ধরা সন্ধ্যায়;
দেখেই ছুটে চলে এলে মোর কোলে--
ভরে গেলো দিন, গল্পে ও কবিতায়।


সেই সন্ধায় ভুলে গেছি পরিচয়,
ভুলে গেছি মোরা ছকে বাঁধা সব গান;
সেই সন্ধায় আকাশ ভরেছে প্রেম,
তুমি আর আমি, বাকি সব ছিলো ম্লান।


নগরের মাঝে আমরা জড়িয়ে ছিলাম,
আমরা তখন ভেসে ভেসে গেছি পথে;
ওষ্ঠে-অধরে প্রেমের চিহ্ন গুলো--
বহু দিন জেনো থাকবে মোদের সাথে।


দেখা তো হ'লোই আমাদের অবশেষে,
তোমার মাথা পেয়েছি বুকের মাঝে,
দেখা তো হ'লোই তোমার চলাচলে--
কাল-বৈশাখী ঝড়ের সে এক সাঁঝে।।
              ----×----
চুঁচুড়া
৪/৬/২০২৩