বিদ্রোহী আর প্রেমিক  মাঝে
হাঁপিয়ে উঠছে দেশ --
ভিখারীগুলো আজও আছে-
হাতে পাত্র, দৃষ্টি নির্নিমেষ ;


তুমি আমি সারা ভারত
দেশপ্রেমিক আজ,
সব মন্ত্রী, সান্ত্রী, ষড়যন্ত্রী,
স্তাবক, ধান্দাবাজ ;


কতগুলো ছেলে মেয়ে
পড়তে গেছে হোথা,
পড়তে গিয়ে স্লোগান তোলা ?!
এ কেমন অসভ্যতা !


রাষ্ট্র  তুমি কোথায় গেলে ?
এখনই কঠিন-কঠোর হও,
কালো টাকা কালোই থাকুক -
এদের উচিৎ শাস্তি দাও !


হাজার মাঝে দশেক যদি
লাগাম ছাড়া দেশদ্রোহী থাকে,
সকল ছেড়ে পুলিশ তুমি
ধরবে জেনো মধ্যমনিটাকে ;


আর যত লোক নিন্দে করবে
যাদের বিশদে জানা নাই ---
তাকিয়ে দেখবে খাঁচায় পোরা -
হাঁটু মোড়া বিদ্রোহী কাণ্হাই !
     ---০---
কালনা, ১৯/২/২০১৬