এ কোন গভীরতায় শ্বাস চেপে আছি !
এ কোন ডুব সাঁতার স্নায়ু ছিঁড়ে নিচ্ছে  !
ধমনী জালকে মিশে যাচ্ছে
বাঁ পেটের জরুলের স্মৃতি ৷


হাতের পোড়া দাগের মতই
কলঙ্কিনী হয়ে যাচ্ছ তুমি ৷
আমি নষ্ট ছেলে হয়ে
বসে থাকি বিগত ভয়ের অপেক্ষায় ৷