আজ হেরেছে তুমি
অন্ধকারে হাতড়েছ আশ্বীনের বুনট মেঘ ৷
শেষ ভালবাসার কিনারে দাঁড়িয়ে ভেবেছ
একছুট ৷ ফিরবে!  ঐ তো হাঁটুজল থৈ থৈ ৷


প্রেমিকের শত্রুকে বন্ধু করেছ
অন্য পরামর্শে মুখস্থ করেছ নিয়মের পাতা
পর্নমোচীর পাতা খসেছে সেই অকাল দিনে ৷
ঘন অরন্যে মাথা নুইয়েছে
শ্বাপদের দল ৷
তুমি বিষাক্ত সাপের থেকে ছিনিয়ে নিয়েছ দুটি দাঁত ৷


বন্ধু আরো একবার
নতজানু হয়ে বসেছি ৷
তোমার হেরে যাওয়া মুখের বিম্ব পড়েছে জলে ৷
হেরে যাওয়া মুখ দেখবোনা বলে
মাথা নত করেছি ৷
আমার চারধারে ঘেয়ো কুকুরের দল
ভুলে থাকার অভিপ্রায়ে খেলা জুড়েছি ওদেরই সঙ্গে ৷