কেন যে ডাকে ওরা ?
কেন যে ডাকে আমায় ?
আমি তো বেঁচেই আছি
মারাটা সহজ তো নয় !


তবে কি ফাঁদ পেতেছে ?
ফাঁদে পা গলিয়ে দেবো !
এটা তো সহজ প্রসেস
লড়াইটার কি দাম পাবো !


ওই যে ওরা সবাই
লুটেপুটে খায় সকলে
আমি কী দাঁড়িয়ে দেখি?
প্রতিবাদ কেউ কি করে ?


জমিদারের বাগান বলে
যে যা পারিস ভোগ করেছিস ৷
আমি ছোট চড়ুই বলে
ভয় নয়!  আড়েই দেখিস ৷


দেখেছে পাড়ার লোকে
তোরা তো ধান খুটেছিস ৷
ধানটা পাড়ার লোকের
কেন সব মিথ্যে বলিস ?


ওরা তো ফাঁদ পেতেছে
ওখানে যেতেই মানা ৷
আমি ছোট চড়ুই বলে
ওরা জোটে দিচ্ছে হানা ৷