"ভালবাসা, মমতা" সুখময় অনুভূতির;
শ্রেষ্ঠ ধারণকারী "মানব"!
এক জনের বিপদে আরেক মানব;
আসবে পাশে, দেবে ভরসা কিংবা -
মন থেকে চাওয়া প্রার্থনা;
এইতো এক মানবের মানবিকতা।
........
হাতে সেলাইন, শরীর দূর্বল।
শক্ত করে ধরে হাত একটু বসিয়ে দেয়া।
চেতন যখন প্রায় অচেতন -
খায়িয়ে দেয়া পানিটুকু পরম মমতায়।
কেউ তো নই আমি তাঁর তবু;
আমার প্রতি তাদের মমতাবোধ।
প্রার্থনা যেন আমি সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি!
সবার প্রার্থনা, ভালবাসায়;
আস্তে আস্তে হয়ে উঠছি সুস্থ।
ভালবাসায় মমতায় সত্যি;
আমি সিক্ত!


             (এক সপ্তাহ ধরে আমি ডেঙ্গু পসেজিভ। হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় আছি চিকিৎাধীন। এখন শরীর দূর্বল অনেক আর রক্ত কম। সেলাইন এক দিন পর পর চলছে। এখন আমি বিপদমুক্ত। শুধু খেয়ে সুস্থ হওয়া।)