ত্যাজক্রিয় সূর্য;
স্নিগ্ধ গোধূলির আলো ছড়িয়ে-
যাচ্ছে বিশ্রামের গহ্বরে ধরিত্রীর বুকে!
দেখতে দেখতে যায় যে আঁধার হয়ে ধরিত্রী।
সেই মুহূর্তের পূর্বলগ্নে-
মানব অনুভূতি খেলে যায় গোধূলি বিকেল সঙ্গী করে।
কখনো এই মুহূর্ত কাটে-
একাকী বারান্দা কিংবা ইট-পাথরের;
বিল্ডিং এর ঘরের গ্রিলযুক্ত জানালা ধরে আবার-
কখনো নদীর তীরে নির্মল, হিমেল বাতায়নের স্পর্শে।
কখনো একাকী কখনো প্রিয় মানুষটির সঙ্গে।
যে মুহূর্তই হোক না কেন সৃষ্টি-
হয়ে যায় পরের ক্ষনেই তা স্মৃতি।
তাই তো বেলা শেষে-
স্মৃতির ভেলা।
বেলা শেষে-
একাকী আপন ভুবনে ডুব।
বেলা শেষে-
কখনো ভালবাসার জোয়ার কখনো;
বিরহের ভাটায় নিজেকে সিক্ত করা।
বেলা শেষে-
শুধুই মুহূর্তের আপন সঙ্গী!