দিনের আলো অস্ত গিয়ে -
গোধূলির হলুদ আভাও নিমজ্জিত বিশ্রামে।
আঁধার নেমে আসে ধরিত্রীতে।
মুহূর্ত তখন সান্ধ্যকালীন।
একসাথে শোনা যায় -
আযানের ধ্বনি, শঙ্খের ধ্বনি, গির্জার ঘণ্টা।
এ যেন এক মেলবন্ধন।
মুসলিমরা সেই মুহূর্তে;
আদায় করছে নামাজের সালাত;
আল্লাহ্ এর দরবারে।
হিন্দুরা সেই মুহূর্তে;
শঙ্খ, ঘণ্টা, প্রদীপ জ্বালিয়ে -
পূজা করছে ভগবানের অন্তরকে।
খ্রিষ্টানরা সেই মুহূর্তে -
গির্জায় গিয়ে প্রদীপ করে প্রজ্জ্বলিত;
এক মনে করছে প্রার্থনা "যীশু খ্রীষ্টের" কাছে।
মনের প্রার্থনার দিক দিয়ে;
সকল ধর্মের মেলবন্ধন সান্ধ্যকালীন ক্ষণে।
ধর্ম যার যার;
মেলবন্ধন দেয় করিয়ে সান্ধ্যকালীন ক্ষণ!