আঁধার মুহূর্তেই আলোকিত-
দিয়াশালাইয়ের জ্বালানো কাঠিতে।
জ্ঞান, বুদ্ধি-
আলো জ্বালায়;
এক জাতির উন্নতির পথের আঁধারে।
দিনটি ছিল ১৪ই ডিসেম্বর।
সূর্যের কিরণে ছিল জ্বলজ্বল দিনটি।
মুহূর্তেই আঁধার আসে নেমে।
শত শত বুদ্ধিজীবীদের করেছে হত্যা-
এই সোনার বাংলাদেশকে;
জ্ঞান আর বুদ্ধিহীন করতে।
তাঁদের আত্মা-
যেন শতরূপে এসেছে ফিরে।
সবার জ্ঞান, বুদ্ধি-
শতরূপে উঠেছে জ্বলে।
হাজার হাজার জ্ঞানী, বুদ্ধিমান-
প্রাণ নিয়েছে জন্ম এই দেশকে ;
আঁধার থেকে ফেরাতে আলোর পথে।
এইবার তবে শান্তি পায় যেন -
সেই সকল বুদ্ধিজীবীদের বিদেহী আত্মা!