বাবা-মায়ের ভালবাসায়;
ছোট্ট প্রাণের সৃষ্টি।
হাজারো যন্ত্রণা করেও সহ্য হাসিমুখে;
মা দেখায় পৃথিবীর আলো -
নাড়ি ছেড়া সন্তানকে!
সকল কষ্ট মুহূর্তেই তখন -
আনন্দ অশ্রুজল!
যত্নে, আগলে আর ভালবাসায়;
বড় করে সন্তানের ছায়া হয়ে থাকে সর্বদা।
সন্তান হোক যেমনি দেখতে -
মা- বাবার কাছে তাঁর সন্তান সুন্দর আর শ্রেষ্ঠ।
এই বন্ধন যে অবিচ্ছেদ্য বন্ধন।
জীবনের কঠিন বাস্তবতা আর নিয়মে;
প্রতিটি সন্তান থেকে মা-বাবার;
ছায়া একদিন ছিন্ন করে মৃত্যু এসে।
থাকে না কোন অস্তিত্ব মা- বাবার!
স্মৃতি হয়ে থাকে শুধু অনুভূতিতে।
প্রতিটি মা-বাবার মুখশ্রী যে বড্ড মায়াকারা।
সন্তান চায় আকড়ে ধরতে মা-বাবাকে।
মৃত্যুর পর যদি থাকে পূর্নজন্ম;
সন্তানদের একটাই থাকে চাওয়া -
মা! বাবা! তোমরা এসো বার বার;
আমাদের মা-বাবা হয়েই।
স্নেহের ছায়ায় তোমাদের থাকবো মোরা।
অবাক হয়ে থাকবো চেয়ে;
তোমাদের মুখশ্রী পানে।
এসো বার বার শুধুই আমাদের হয়ে!