“আঁখির আঁধার”


আঁখি!
প্রকৃতির আদ্যপান্ত দেখবার জ্যোতি।
তারই মাঝে মনকে বিমোহিত করা দৃশ্যাবলী;
হৃদয়ের ফ্রেমে গেঁথে রাখা।
আঁখি নিয়ে আছে কতো গান, কবিতা।
আঁখি; শুধুই কি আঁখি!
কোন এক মানবের সবথেকে কাছের, আপন;
কিংবা ভালবাসার মানুষটির নামটিও যে হয় আঁখি।
আমার জীবনে;
আমার প্রাণের স্পন্দন, ভালবাসার প্রেয়সী “আঁখি”
যে মানুষটি শারীরিকভাবে নেই তবু সে আছে আমার মাঝে;
আমার দেখবার জ্যোতি “আঁখি” হয়ে।
আমার আঁখির আঁখি দুটি ছিল মায়াকারা।
বার বার যেতাম আমি হারিয়ে আমার আঁখির;
মায়াকারা আঁখির মাঝে।
হঠাৎ এক দুর্ঘটনায় আমার আঁখির-
জ্যোতি গেল হারিয়ে; জীবনটা তার আঁধারে নিমজ্জিত হলো।
মানসিকভাবে বিপর্যস্ত আমার আঁখি নিয়েছিল আত্মহননের পথ!
আঁখির আঁধার জীবনের হলো অবসান।
আমার আঁখি বেঁচে থাকবে;
আমার দেখবার জ্যোতি “আঁখি” থাকবে যতদিন।
আঁখি! তুমি তো আছো আমারি মাঝে।
তাই কখনো বলিনা তোমায় ভালবেসেছিলাম অনেক বেশি।
আজো বলি আঁখি খুব বেশি ভালবাসি তোমায়।
এখন আরো বেশি কাছে পেয়েছি তোমায়!
পারবে না আমার কাছ থেকে তোমায় আলাদা করতে।
যখন ইচ্ছে আমি আমার আঁখি কে ছুঁয়ে দিয়ে ভালবাসতে পারি!