অস্তিত্ব অস্তিত্বহীন; জীবনের অনুভূতি।
যা স্পর্শময় সেটাই অস্তিত্ব;
যা স্পর্শহীন সেটাই অস্তিত্বহীন।
অস্তিত্বহীন স্মৃতি বেশি যন্ত্রণার।
জীবনের নিয়মে;
একদিন কাছের মানুষ যায় ছেড়ে-
পরপারে অজানায়।
......
দুই ধর্মরীতি অনুসারে মৃত্যুর পরেও;
কাছের মানুষের থাকে নিথর অস্তিত্ব।
মন যখন কেঁদে উঠে গিয়ে তাঁর কবরে;
স্পর্শ করে-
মন বলে "এইখানে আমার প্রিয়মানুষটি"
খ্রিষ্টান ধর্মে কফিনে করে বন্দী;
রেখে আসে মানুষটিকে মাটির ঘরে।
তাঁদের কাছের মানুষগুলোও অস্তিত্বপূর্ন।
মন কেঁদে উঠলেই স্পর্শ পারে করতে।
তবে হিন্দু ধর্মে ;
চিতার অগ্নিতে ভৎস হয়ে-
থাকে শুধু ছাইটুকু।
সেটাও হয় দিতে ভাসিয়ে জলে।
কাছের, ভালবাসার মানুষটির-
অস্তিত্ব বলতে কিছুই থাকেনা।
স্মৃতি আগলে রেখে মানুষটির শূন্যতা অনুভব!