ক্রন্দন করে জানিয়ে দেয়া -
সে এসেছে ধরিত্রী তে;
মায়ের কোল আর ঘর করে আলোকিত।
হাঁটতে শেখা, আধো আধো বুলিতে -
মা, বাবা বলতে শেখা।
এমন করেই বড় হয়ে উঠে -
সেই ছোট্ট পুতুল কন্যা সন্তানটি।
........
বছর ২ হেসে খেলে যায় যে সময় বয়ে।
বছর যখন ৩, মা-বাবার মাঝে;
যতো ভয় বাঁধে বাসা মনে।
যায় না দেয়া তুলে সবার কোলে মেয়েকে।
ছেলে শিক্ষক এলে সর্বদা সচেতন -
মেয়েটি আমার আছে তো সুরক্ষিত!
আরেকটু হলে বড় -
বুঝিয়ে বলা কোন স্পর্শ ভালো আর;
কোন স্পর্শ খারাপ।
আরেকটু হলে বড় -
পরিচয় করানো তার শারীরিক অঙ্গের সাথে!
কন্যা সন্তানের মা কিংবা বাবা -
থাকে যে ভয়ে ভয়ে সুরক্ষা নিয়ে মেয়ের।
সমাজের কিছু চোখ, হাত -
মেয়েদের ভোগ্যপণ্য মনে করে।
প্রতিটি ক্ষণ কন্যা সন্তানের -
বাবা কিংবা মা থাকে যতো ভয়ে;
আদরের পুতুল সন্তানটির সম্ভ্রম নিয়ে!