বসন্তের এই রঙ্গিন ক্ষণে;
প্রকৃতি যখন সেজেছে ফুলের গহনায় -
আজকের এই আলোকময় দিনে;
বছর পাঁচ আগে এসেছিল -
আমার ছোট্ট মিষ্টি বাবাই;
মা বাবা এবং দিদা দাদুর পরিবার আলো করে।
আজ তাঁর শুভ জন্মদিন।
নামটি তাঁর "প্রিয়ন্তী সরকার প্রজ্ঞা"
প্রতীক্ষা তাঁর ছিল অনেক দিনের;
আজকের দিনটা আসবে কবে।
সবাই জানবে তাকে শুভেচ্ছা আর;
করবে আশীর্বাদ প্রাণ ভরে।
দেবে সাজিয়ে ঘর নানান উপহারে।
সাজাবে মিমি তাঁর -
আজকের দিনে ছোট্ট পরীর সাজে।
দিদা দাদু  দিবে খায়িয়ে পায়েস।
ছোট্ট প্রাণটির মনের আশা হয় যেন পূরণ।
জীবন হোক আলোয় আলোকিত।
স্নেহের ছায়ায় থেকে যেন সে হয় আলোকিত মানুষ।


(আজ আমার আদরের বাবাই(দিদির মেয়ে) ৫ বছরে পদার্পণ করেছে। তাঁর জন্য হোক শুভকামনা, দোয়া আর আশীর্বাদ করা যেন সে আলোকিত মানুষ হতে পারে। কয়েকদিন ধরেই বলছিল "মিমি আমার জন্মদিন কবে আসবে"।)