প্রকৃতিতে;
বসন্তের বাতায়ন।
প্রকৃতি যখন সেজে উঠেছে;
ফুলের গহনায় তার মাঝে -
এসেছে হোলির রঙ্গিন মুহূর্তের ক্ষণ।
মন মেতেছে হোলির রঙে।
প্রিয়!
আজ তোমায় দেবো রাঙ্গিয়ে হোলির রঙে।
হবো রঙ্গিন আমি তোমারি আলতো স্পর্শে!
আজো সেই মুহূর্ত মনে করে -
লজ্জায় হয়ে যাই রঙ্গিন।
রঙের হাতে;
আলতো করে ছুঁয়ে দিয়েছিলে আমার গাল।
সেই মুহূর্তই যেন আমাদের বন্ধনের সেতু।
ধীরে ধীরে আমাদের কাছে আসা।
সুযোগ পেলেই;
আলতো করে ছুঁয়ে দিতে আমারি হাত।
আজকের এই হোলির দিনে;
তুমি আর আমি দুজন দুজনার!
এসেছে হোলি এসেছে।
আজ তোমায় রঙে রঙিন করে -
বলবো আবার নতুন করে;
"পাগল! বড্ড ভালবাসি তোকে"!