মানুষ, যে রক্তে মাংসে গড়া প্রাণ;
সৃষ্টিকর্তার সৃষ্টি এক মায়ার জীব।
মানুষ নিজেকে সৃষ্টি থেকে -
শেষ নিশ্বাস পর্যন্ত বার বার বাঁধে মায়ার বন্ধনে।
জীবন হয়তো যায় কাটানো একাকী তবু;
সঙ্গী লাগে একান্ত অনুভূতির চলতে চলতে পথ।
দুটি বাহ্যিক প্রাণ;
নিজেদের আবদ্ধ করে বিয়ের বন্ধনে।
সব বিয়ের বন্ধনে কি;
দুটি মনের অনুভূতির পূর্ণতা পায়!
পবিবার, সমাজ জানে;
দুজন তারা স্বামী- স্ত্রী।
রাতের আঁধার নামে যখন;
দেয়াল, চারদেয়ালের ঘর, পাখা আর -
দুটি মানুষ জানে তাঁদের মাঝে;
নেই কোন ভালবাসার বিন্দুমাত্র সম্পর্কটুকু।
স্বামীর মনে অন্য কোন নারীর বাস।
প্রতিটি নিশি কাটায় স্ত্রী তীব্র রক্তাক্ত আঘাতে!
বিয়ের বন্ধনে জড়িয়ে এটাই কি তার প্রাপ্তি।
ভালবেসে নিজের স্বামীকে পায় না কাছে।
স্ত্রী তবু আশা বাঁধে বুকে -
স্বামী তার একদিন ঠিক ভালবেসে;
অনুভূতির জোয়ারে নিবে কাছে টেনে।
ধোঁয়াশা আর মরীচিকা এই স্বপ্ন নিয়ে;
পূর্ণতার পূর্বেই চিরনিদ্রা়য় শায়িত হয় অনেক স্ত্রী!