প্রাণ স্পন্দন নিভে গিয়েও;
"অমর" তাঁরই সৃষ্টির মধ্য দিয়ে -
কিছু অমর ব্যক্তিবর্গ।
তাঁদের কখনো হয়না অস্তিত্ববিলীন।
তাঁরা অমলিন।
এমন এক অমলিন প্রতিচ্ছবি "রবীন্দ্রনাথ ঠাকুর"
যাঁর কিরণে উদ্ভাসিত;
মানব "অনুভূতির স্পন্দন" আজো।
প্রতিটি অনুভূতিতে মিশে "তাঁরই সৃষ্টি"!
প্রেমে "আমি তোমার সঙ্গে বেধেছি আমারও প্রাণ"!
বিরহে "আমি তোমার বিরহে রহিব বিলীন"!
বর্ষায় "পাগলা হাওয়ার বাদল দিনে"
উদ্দীপনায় "যদি তোর ডাক শুনে কেউ না আসে"!
২২ শে শ্রাবণ;
তোমারি আত্মা করেছে ত্যাগ-
তোমারি দেহ আর সেই অন্তিম মুহূর্তেও;
তোমারি সৃষ্টি সেই কালজয়ী গান-
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন"!
হাজারো প্রাণের অশ্রু হয়ে -
ঝরেছিল সেইদিন বর্ষা তোমারি বিরহে।
"অমর অনুভবে অমর তুমি যুগ যুগ -
"হে রবীন্দ্রনাথ"!