"মুক্ত গগনে স্বাধীনতা"
মুক্ত গগনে স্বাধীনতার রক্তিম সূর্য।
কেমন করে এসেছে এই স্বাধীনতা -
তাঁর পেছনের ছবিপট ছিল;
শুধুই কান্নার আর্তনাদ,
সম্ভ্রম হারানো মা - বোনের ক্লান্ত শরীর।
নিষ্পাপ শিশুদের নিথর দেহ।
রাস্তায় সারি সারি লাশ আর লাশ।
বাতাসে লাশের গন্ধ।
গগনও তখন ছিল পরাধীন।
মা সেচ্ছায় করেছে নিজের কোল শূন্য।
পাকিস্তানি সৈন্য বলতো বন্দুক উচিয়ে -
"বোল তা হো পাকিস্তান জিন্দাবাদ"
যাঁদের মুখে হয়েছিল উচ্চারিত -
মৃত্যুর মুখেও দাঁড়িয়ে বুক ফুলিয়ে;
"জয় বাংলা" মুহূর্তেই রক্তধারায় নিথর দেহ তাঁদের!
এতো রক্তধারায় সিক্ত করে নিজেদের -
মাথা নত হয়েছে করতে বাংলার সন্তানদের কাছে;
দেশ মা কে স্বাধীন করার দাবিতে -
ভালবাসার কাছে পরাজিত হয়ে।
"মুক্ত গগনে স্বাধীনতা"!
মুক্ত গগনে স্বাধীনতার রক্তিম সূর্য উঠে -
"২৬ শে মার্চ, স্বাধীনতা দিবস"!