দিনের আলো -
লুকিয়েছে মুখ রাতের বুকে।
রাত যতো হচ্ছে গভীর;
যাচ্ছে শোনা গুলি, বন্দুক আর -
শিশু, বৃদ্ধ, নারীদের আর্তনাদ;
নিজের সম্মানটুকু বাঁচাতে।
.......
হাতের মেহেদি জ্বলজ্বল নববধূর;
সিঁথির সিঁদুর গেছে মুছে রক্তধারায়।
নিজের কোল খালি করে;
মা দিয়েছে সন্তানকে এগিয়ে যুদ্ধের পথে।
কতো সহস্র আঁখি দেখেছে;
নিজেদের আপন মানুষদের মৃত্যু।
স্বামীকে বাঁচাতে কতো মা বোন দিয়েছে;
সম্ভ্রম তাদের কামুকদের কামুকভুবনে।
এতো রক্তধারা,সম্ভ্রম,তাজা প্রাণের বিনিময়ে;
পেয়েছিলাম আমরা স্বাধীন বাংলাদেশ।
আজ সেই বাংলাদেশ;
করতে চলেছে উৎযাপন সুবর্ন জয়ন্তী।
হে! স্বাধীন বাংলাদেশ!
"স্বাধীন তুমি রক্তধারায়"।